জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘বিসর্জন’। এতে গ্রাম্য চিকিৎসকের চরিত্রে অভিনয় করেন টলিউডের প্রবীণ অভিনেতা অরুণ গুহঠাকুরতা।
সিনেমাটিতে জয়া আহসান তাকে ‘ডাক্তারচাচা’ বলে সম্বোধন করতেন। জয়ার সেই ‘ডাক্তারচাচা’ মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) পৌনে ২টার দিকে কলকাতার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অরুণ গুহঠাকুরতা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
অরুণ গুহঠাকুরতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জয়া আহসানও। প্রিয় অভিনেতার মৃত্যুতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি। জয়া বলেন—করোনা কেড়ে নিলো আরেকজন প্রিয় অভিনেতাকে। বিসর্জন, বিজয়ার সেই ডাক্তারচাচা ওরফে অরুণ গুহঠাকুরতা আর নেই। তাকে নিয়ে আজ কত স্মৃতি মনে পড়ছে! সিনেমার শুটিংয়ের সময় রোজ টাকীতে, আমাদের মেকআপ রুমের আড্ডাগুলো কোনোদিন ভোলার নয়। অসম্ভব মন খারাপের খবর। ওপারে ভালো থাকবেন ডাক্তারচাচা।
‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘শব্দ’, ‘চোলাই’-এর মতো অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অরুণ গুহঠাকুরতা। বুদ্ধদেব দাশগুপ্তের অনেক সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অহমীয়া ও মণিপুরী সিনেমায়ও কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা।
ঢাকা/শান্ত