বিনোদন

ঈদের নাটকে জয়া

বর্তমানে চলচ্চিত্রের কাজে পুরোপুরি মনোনিবেশ করেছেন অভিনয়শিল্পী জয়া আহসান। গত ৭ বছর ধরে টিভি নাটকে অনুপস্থিত তিনি। আনন্দের খবর হলো—ঈদুল আজহায় টিভি নাটকে দেখা যাবে তাকে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ই-মেইল বাতায় জানিয়েছে, ঈদুল আজহায় টিভি নাটকে জয়া আহসানকে দেখতে পাবেন দর্শক। ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হবে জয়া অভিনীত ‘স্বপ্ন ভঙ্গ’ নামে নাটকটি। তবে এটি পুনঃপ্রচার হবে না, বরং টিভিতে এবারই প্রথম প্রচার হবে।

‘স্বপ্ন ভঙ্গ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসফাক। দুঃখজন বিষয় হলো এই নির্মাতা নাটকটি নির্মাণের কিছু দিন পরে মারা যান। নির্মাণের পর নাটকটি দীর্ঘ দিন পড়ে ছিল। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নেভিল।

নাটকের গল্পে দেখা যাবে—সাহেদ ও অনির নতুন সংসার। হঠাৎ মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে তাদের সংসারে। এরপর তাদের জীবনে ঘটতে থাকে নানারকম ভৌতিক ঘটনা।

 

ঢাকা/শান্ত