প্রয়াত নায়ক সালমান শাহর টি-শার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়েছে পরিবার। তা না হলে এগুলোর বর্তমান সংরক্ষক সালমান শাহর ভক্ত মামুনুর রেজা মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সালমান শাহর পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবী ফারুক আহাম্মদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে ফারুক আহাম্মদ বলেন, সম্প্রতি সালমান শাহর ভক্ত মামুনুর রেজা মামুনের উদ্ধৃতি দিয়ে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমায় চিত্রনায়ক সালমান শাহ’র একটি টি-শার্ট ও একটি ব্যান্ড নিলামে ওঠার সংবাদ প্রকাশিত হয়েছে। যা নায়কের পরিবার ও অন্যান্য ভক্তদের দৃষ্টিগোচর হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরী ও তার মামা কুমকুমের উদ্বৃতি দিয়ে আইনজীবী বলেন, এ টি শার্ট ও মাথার ব্যান্ড সালমানের ভক্ত মামুনকে স্মারক হিসেবে দেওয়া হয়নি। সালমান শাহর মৃত্যুর পর অন্য ভক্তদের সঙ্গে মামুনও নায়কের বাসায় আসা-যাওয়া করে থাকতে পারেন। সে সময় সালমানের ব্যবহৃত কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় ছিল। পরবর্তী সময়ে সালমান শাহর ব্যবহৃত অনেক জিনিসপত্র পাওয়া যায়নি।
সালমান শাহ’র ব্যবহৃত ওই টি-শার্ট ও মাথার ব্যান্ডসহ অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। ওই টি-শার্ট ও ব্যান্ড ছাড়াও সালমানের ভক্ত মামুনের কাছে রক্ষিত বিভিন্ন জিনিসপত্র ফেরত চেয়েছেন তার মা। তা না হলে মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সালমান শাহর টি-শার্ট ও ব্যান্ড নিলামে তোলার খবরে ক্ষোভ জানায় তার পরিবার।
ঢাকা/মামুন/এসএম