বিনোদন

প্রভাসের সঙ্গে সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এবার ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে দেখা যাবে তাকে।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী, যা নতুন রেকর্ড। এছাড়া শুরুতে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু দীপিকা চুক্তিবদ্ধ হওয়ার পর চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সাধারণত দীপিকা এখন সিনেমার নায়কের সমান পারিশ্রমিক নিয়ে থাকেন। এই অভিনেত্রী মনে করেন, তিনি এখন যে অবস্থানে রয়েছেন সেখানে পেশাগত দিক থেকে তাকে মূল্যায়ন করা হবে, লিঙ্গভেদে নয়।’

যদিও সিনেমাটিতে প্রভাস ও দীপিকার পারিশ্রমিক সমান নয় বলে জানা গেছে। এতে অভিনয়ের জন্য ৫০ কোটি রুপি নিচ্ছেন প্রভাস।

এটি প্রভাস ও দীপিকা জুটির প্রথম সিনেমা। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটিতে অভিনয়ের অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘খুবই শিহরিত! আমাদের বিশ্বাস অসাধারণ একটি জার্নি হতে চলেছে, তর সইছে না।’

এই সিনেমাটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। ‘বিজয়ন্তি মুভিজ’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অশ্বিনি দত্ত, স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত।

 

ঢাকা/মারুফ