মুজিববর্ষ

সংসদ ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবন চত্বরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন  করবেন।

সোমবার (১৭ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য  কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।