অন্য দুনিয়া

স্বামী ঝগড়া না করায় আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

বোবার কোনো শত্রু নেই—বহুকাল ধরে এই প্রবাদ সমাজে প্রচলিত ও প্রমাণিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে এতটাই ভালোবাসেন যে কখনো তাকে বকাঝকা বা ঝগড়াঝাটি করেন না। আর এতেই স্ত্রী ভীষণ বিরক্ত। তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার জন‌্য আদালতে আবেদন করেন ওই নারী। উদ্ভট এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ওই নারীর বাড়ি উত্তরপ্রদেশের সম্বল জেলায়। দেড় বছর আগে তার বিয়ে হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে ওই নারী বলেন—তিনি আমাকে অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সবসময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় আমার দমবন্ধ লাগে। তাই বিচ্ছেদ চেয়েছি।

আদালত বিবাহবিচ্ছেদের কারণ শোনার পর হতবাক হয়েছেন এবং ওই নারীর পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন—ওই নারী অবুঝের মতো আচরণ করছেন। কিন্তু তারপরও হাল ছাড়তে নারাজ ওই নারী। পরে স্থানীয় পঞ্চায়েতের শরণাপন্ন হন তিনি। কিন্তু এই উদ্ভট সমস‌্যা সমাধানে অপারগ বলে জানিয়েছে পঞ্চায়েত।