করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল প্রকার শুটিং বন্ধ ছিল। তবে ধীরে ধীরে আবারো শুটিং শুরু হচ্ছে।
সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ফটো শেয়রিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করেন তিনি। তবে কাজে ফিরলেও নিরাপত্তাকে জোর দিচ্ছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘কাজে ফিরেছি, তবে নিরাপত্তা সবার আগে।’
শুটিংয়ে ফেরার খবর দিলেও কীসের শুটিং করছেন তা জানাননি তিনি।
অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। গত বছর ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।
বর্তমানে অনন্যার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ইশান কাট্টারের সঙ্গে ‘খালি পিলি’ সিনেমায় অভিনয় করছেন। সকুন বাত্রার একটি সিনেমায় দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়া ‘ফাইটার’ সিনেমায় তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।