বিনোদন

প্রশংসা কুড়াচ্ছেন ইশান-অনন্যা

ইশান কাট্টার ও অনন্যা পান্ডে অভিনীত সিনেমা ‘খালি পিলি’। সোমবার (২৪ আগস্ট) মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার।

ইউটিউবে প্রকাশিত এক মিনিট ১৯ সেকেন্ড দীর্ঘ এই টিজারে দেখা যায়, ইশান ট্যাক্সি চালক ও অনন্যা বার ড্যান্সার। গয়না, টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়েছে তারা। তাদের খুঁজতে মরিয়া পুলিশ। এতে ইশান-অনন্যা সংলাপ, অ্যাকশন ও এই জুটির অভিনয় দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। 

জি স্টুডিওর সঙ্গে যৌথভাবে ‘খালি পিলি’ প্রযোজনা করেছেন আলী আব্বাস জাফর ও হিমাংশু কিষাণ মেহরা। এতে ইশান-অনন্যা ছাড়াও অভিনয় করছেন জয়দ্বীপ আহলাওয়াত, সতীশ কৌশিক প্রমুখ। প্রযোজক আলী আব্বাস জাফর বলেন, ‘খালি পিলি সম্পূর্ণ দেশি বিনোদনে ভরপুর একটি সিনেমা। ইশান-অনন্যার রসায়ন ও জয়দ্বীপের অভিনয় গুণ দর্শকদের অন্যরকম অনুভূতি দিবে।’

অন্যদিকে প্রযোজক হিমাংশু কিষাণ মেহরা বলেন, ‘আমরা অনেক আন্তরিকভাবে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সিনেমা তৈরি করেছি। খুবই উচ্ছ্বসিত যে, দর্শকরা খুব শিগগির এটি উপভোগ করতে পারবেন। আশা করব খালি পিলি দর্শকদের বিনোদন জোগাবে।’

পরিচালক মকবুল খান বলেন, ‘ইশান ও অনন্যার সঙ্গে কাজ করা খুবই আনন্দের ছিল এবং তারা খুবই চমৎকার পারফরম্যান্স করেছে। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

‘খালি পিলি’ সিনেমাটি গত জুনে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

দেখুন: ‘খালি পিলি’ সিনেমার টিজার