২০১৯-২০ মৌসুমে ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম তারকা ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। এই ফুটবলার জার্মান ক্লাবটির হয়ে প্রথমবারের মতো ট্রেবলের স্বাদ পেয়েছেন। মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ম্যাগাজিন করোনার কারণে ব্যালন ডি’অর পুরস্কার বাতিল ঘোষণা করেছে। তবে নিজের হাতে পুরস্কারটি না উঠলেও, ৩২ বছর বয়সী এই পোলিশ ফুটবলার জানিয়েছেন, এবারের পুরস্কারটি তারই প্রাপ্য ছিল।
লেভানদোভস্কি বায়ার্নের হয়ে এবার ঘরোয়া বুন্দেসলিগা শিরোপার পাশাপাশি, জার্মান কাপও জিতেছেন। এরপর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের পুরস্কারও নিজের করে নিয়েছেন। আর প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় ৩৪, চ্যাম্পিয়নস লিগ ১৫ এবং জার্মান কাপে ৬ গোল করেছেন লেভানদোভস্কি। মৌসুমে মোট ৪৬ ম্যাচে ৫৫ গোল এই তারকার।
আর তাই ব্যালন ডি’অর প্রাপ্য জানিয়ে লেভানদোভস্কি বলেন, ‘আমরা এই মৌসুমে যা যা জেতা সম্ভব, সবই জিতেছি। এরমধ্যে আমি প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি মনে করি, যদি কোনো ফুটবলারের অর্জন এতটা সমৃদ্ধশালী হয়, তবে তার অবশ্যই ব্যালন ডি’অর জেতা উচিত।’
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়েছে বায়ার্ন। ৮-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটির বিপক্ষে। সে ম্যাচ নিয়ে লেভানদোভস্কি বলেন, ‘বার্সা ম্যাচের আগে আমার কাছে জিনাব্রি এবং কিমিচ এসেছিল। না, তারা বার্সা ম্যাচ নিয়ে কথা বলেনি। তারা আমাকে চ্যাম্পিয়নস লিগ জিতবো কিনা, সে প্রশ্ন করেছিল। আসলে আমরা জানতাম, বার্সেলোনাকে হারাতে যাচ্ছি। আমরা এই ম্যাচ নিয়ে অনেক আত্মবিশ্বাসী ছিলাম। আমরা শিরোপা জেতার বিষয়েও নিশ্চিত ছিলাম।’
নিজের ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এই তারকা বলেন, ‘আমি ২০২৩ বিশ্বকাপের পরও সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই। তবে আমি এই মুহূর্তে অতদূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না।’