বিনোদন

‘তারকা সন্তানদের একদমই দোষ দেবো না’

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক অনেক দিন থেকেই। কিন্তু অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই বিষয়টি নিয়ে তাদের মতামত প্রকাশ করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা সন্তানদের নানাভাবে বিদ্রূপ করা হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তিনি বলেন, ‘এটি শুধু ইন্ডাস্ট্রির দোষ নয়। এতে মিডিয়া ও দর্শকেরও অনেক অবদান আছে। দর্শক যা চায় মিডিয়া সেগুলোই তাদের দেওয়ার চেষ্টা করে। তারকা সন্তানদের একদমই দোষ দেবো না।’

ইন্ডাস্ট্রিতে বৈষম্য নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে। আমি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলাম। মঞ্চে পুরস্কার নেওয়ার পর আমাকে বের হয়ে আসার পথ দেখিয়ে দেওয়া হলো। কিন্তু ওই একই অনুষ্ঠানে যখন একজন তারকা সন্তান অ্যাওয়ার্ড পায় তার বক্তব্যের জন্য তার সামনে মাইক দেওয়া হয়।’ 

তারকা সন্তানদের নিয়ে মিডিয়ার মাতামাতি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছিলাম। হঠাৎ একজন তারকা সন্তান আসে। সব মিডিয়া তার দিকে ছুটে যায়। মেয়েটি তার পোশাক ঠিকমতো বহন করতে পারছিল না। কিন্তু মিডিয়া তাকে নিয়েই মেতে ছিল।’ 

ম্রুণাল অভিনীত পরবর্তী সিনেমা ‘তুফান’। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমাটিতে ফারহান আখতারের সঙ্গে অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘আখ মিচোলি’ সিনেমায় দেখা যাবে তাকে।