সোমালিয়ান বন্দরনগরী কিসমায়োতে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন মারা গেছেন। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
আব্দিনাসির গুলেদ বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, ‘বিস্ফোরকের ভারী ভেস্ট পরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী কেন্দ্রীয় শহরের কাদিম মসজিদের মুসলমানদের লক্ষ্য বানিয়েছিল, যারা জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন।’
ওই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন বলে গুলেদ জানান। ধারণা করা হচ্ছে প্রাদেশিক রাজনীতিকদের হত্যার লক্ষ্য ছিল হামলাকারীর।
নিজেদের বার্তা প্রচারমাধ্যম রেডিও আন্দালুসে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
মাত্র তিন দিনে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো হর্ন অব আফ্রিকার দেশটিতে। গত বুধবার রাজধানী মোগাদিসুতে ব্লু রিসোর্ট রেস্তোরাঁয় ঢুকে এক ব্যক্তি নিজেকে বোমায় উড়িয়ে দেয়, অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হন।
এর আগে গত সোমবার সোমালিয়ার দক্ষিণে একটি সামরিক ঘাঁটির বাইরে গাড়িবোমা ও মর্টার হামলায় সোমালি বিশেষ বাহিনীর অন্তত তিন কর্মকর্তা নিহত ও একজন আমেরিকান কর্মকর্তা আহত হন। আল শাবাবের দাবি, ওই হামলায় তারা ২০ জনকে হত্যা করেছে।
প্রায় তিন দশক ধরে সংঘাত আর অস্থিরতার মধ্যে কাটাচ্ছে সোমালিয়া। ২০০৮ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে কঠোর লড়াই করছে আন্তর্জাতিক সমর্থিত সরকার।