অভিনেত্রী সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
সম্প্রতি মাদক কাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শোনা যায়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে মাদক সেবন করেন এমন কয়েকজনের নাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে রয়েছেন— সারা আলী খান, রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমন খারবাট্টা, সুশান্তের বন্ধু ও সাবেক ম্যানেজার রোহিনি আয়ার ও নির্মাতা মুকেশ ছাবড়া।
তবে পরবর্তী সময়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সহকারী পরিচালক কেপিএস মালহোত্রা বলেন, ‘আমরা কোনো বলিউডের তালিকা তৈরি করিনি। এর আগে যে তালিকা তৈরি হয়েছিল সেটি মাদক বিক্রেতা ও চোরাচালানকারীদের। এটিকেই বলিউডের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। এখনো এরকম কোনো তালিকা তৈরি হয়নি।’
কেপিএস মালহোত্রার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ সরি সারা, সরি রাকুল’ ট্রেন্ডিং শুরু হয়। অভিনেত্রী সামান্থাও এই ট্রেন্ডিংয়ে যোগ দিয়েছেন। সামজিক যোগাযোগমাধ্যমে ‘সরি সারা, সরি রাকুল’ লিখে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সম্প্রতি এই মামলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হন। তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন আদালত। পাশাপাশি তার জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে মুম্বাইয়ে বাইকুল্লা কারাগারে আছেন রিয়া।