আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলছে সৌদি আরব

করোনাভাইরাস প্রতিরোধে এতদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল সৌদি আরবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে তা আংশিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ‘ব্যতিক্রমী ক্যাটাগরির’ আওতায় নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরব।

বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নাগরিকদের জন্য আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ব্যতিক্রমী ক্যাটাগরির আওতার মধ্যে পড়বে সরকারি ও সামরিক বাহিনীর চাকরিজীবী, কূটনীতিক ও তাদের পরিবার, বিদেশে সরকারি ও বেসরকারি খাতের কর্মী, ব্যবসায়ী, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন রোগী ও মানবিক সংকটে থাকা ব্যক্তি এবং ক্রীড়া দল। এরা সৌদি আরব থেকে বিদেশ যেতে পারবেন কিংবা বিদেশ থেকে দেশে ঢুকতে পারবেন।

কোভিড নেগেটিভ সনদ দেখিয়ে আরব উপসাগরীয় অঞ্চলের নাগরিক ও সৌদির বাসিন্দা নন কিন্তু ইকামার অনুমতি থাকা ব্যক্তিরা মঙ্গলবার থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ৬৫১ জনের করোনা ধরা পড়েছে এবং মারা গেছেন ৪ হাজার ২৬৮ জন।