অর্থনীতি

১৩ গন্তব্যে চলছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমান করোনাকালীন স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে বর্তমানে স্বল্প পরিসরে ১৩ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

শনিবার (৩ অক্টোবর) ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

আভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।