খেলাধুলা

সদস্য পদের নির্বাচনেও সালাহউদ্দিন প্যানেল এগিয়ে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ১৫ সদস্য পদের বিপরীতে লড়েছেন ৩৪ প্রার্থী। 

সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি পদে নির্বাচনে তেমন উত্তাপ ছড়ায়নি। তবে ১৫ সদস্য পদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সম্মিলিত পরিষদ ও সমন্বয় পরিষদের সদস্যদের মধ্যে হয়েছে জমজমাট লড়াই।

তাতে সালাহউদ্দিন-মুর্শেদীর সম্মিলিত পরিষদের নয় প্রার্থী আগামী চার বছরের জন্য বাফুফের সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমন্বিত পরিষদের ছয় প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে শনিবার গভীর রাতে তাদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

কত ভোট পেয়ে কারা সদস্য নির্বাচিত হয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক:

১. জাকির হোসেন চৌধুরী (৮৭ ভোট)

২. আব্দুল ওয়াদুদ পিন্টু (৮৬)

৩. বিজন বড়ুয়া (৮৫)

৪. আরিফ হোসেন মুন (৮৫)

৫. মো. নুরুল ইসলাম নুরু (৮৪)

৬. মো. মহিউদ্দিন আহমেদ (৮৪)

৭. টিপু সুলতান (৮১)

৮. সত্যজিৎ দাস রুপু (৭৬)

৯. মো. ইলিয়াছ হোসেন (৭৫)

১০. ইমতিয়াজ হামিদ সবুজ (৭৪)

১১. মাহফুজা আক্তার কিরণ (৭০)

১২. হারুনুর রশীদ (৭০)

১৩. আমের খান (৬৯)

১৪. সাইফুল ইসলাম (৬৯)

১৫. মহিদুর রহমান মিরাজ (৬৮)।