বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর সদর হাসপাতালে এর উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
বরিশাল সিটি কপোরেশনের ৩০টি ওয়ার্ডসহ জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৫৮ হাজার ৩৬৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ৮ হাজার ৫০৩ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৪৯ হাজার ৮৬০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।