সারা বাংলা

নেত্রকোনায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

নেত্রকোনায় পক্ষকালব্যাপী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। 

রোববার (৪ অক্টোবর) সকালে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে মন্ত্রী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় সিভিল সার্জন তাজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান কবীর রিয়াদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা সিভিল সার্জন সূত্র জানায়, জেলার ১০ উপজেলায় ৪ লাখ ৭০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ১৬৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা হচ্ছে ৩ লাখ ৩২ হাজার ৭৬৫ জন।

এদিকে স্থায়ী, অস্থায়ী, মোবাইল কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ২৬৪টি টিকাদান কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে সারা জেলায় শিক্ষক, ছাত্র, আনসার ও ভিডিপির সদস্য, ছাত্রী নার্স, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪ হাজার ৫২৮ জন স্বেচ্ছাসেবী কাজ করছে।