বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (০৭ অক্টোবর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন।
দেলোয়ার হোসেন ঘটনার সময় চকবাজার থানায় এসআই পদে কর্মরত থেকে এ হত্যা মামলায় ৬ ধরনের আলামত জব্দ করেছিলেন। যার মধ্যে আবরারকে হত্যায় ব্যবহৃত ৫টি ক্রিকেট স্টাম্প, একটি স্টিলের চাপাতি, আবরারের ব্যবহৃত ল্যাপটপ, রক্তমাখা একটি তোষক, একটি বালিশ ও একটি চাদর রয়েছে। যা তিনি গত বছরের ৭ অক্টোবর ৩ জন সাক্ষীর সামনে এসব জব্দ করেন। জব্দ করা মালামালের বিষয়ে তিনি সাক্ষ্য দেন এবং ট্রাইব্যুনালে জব্দ আলামত উপস্থাপন হলে শনাক্ত করেন।
প্রথমে বিচারক এ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরে ২৫ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন। বুধবারের এ কার্যক্রম সোয়া বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলার পর শেষ হলে বিচারক বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মূলতবি করেন।
এনিয়ে মামলাটিতে নিহত আবরারের বাবা বরকত উল্লাহসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
মামলায় ২২ আসামি কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ৩ জন আসামি পলাতক রয়েছেন।