বাংলাদেশিদের জন্য ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈধ স্টে পারমিট থাকার শর্তে বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যাদের পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’
বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালির পুলিশ দ্রুততার সঙ্গে চেকিং সম্পন্ন করার চেষ্টা করবে। তবে ইতালি এখনই নিয়মিত ভিসা দেবে না।