ওয়াসার পানির দাবিতে রাজধানীর বেগম রোকেয়া সরণী সড়ক অবরোধ করে বিক্ষোভ করা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টার পর তাদের সরিয়ে দেওয়া হয়। এর আগে সকাল ৯টার পর তারা বিক্ষোভ শুরু করেন।
কাফরুল থানার ওসি (অপারেশন) জাহানুর ইসলাম জানান, পানির দাবিতে বিক্ষোভ করা স্থানীয় বাসিন্দাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংকট দূর করতে শেওড়াপাড়া, পশ্চিম মনিপুরী পাড়াসহ আশপাশের এলাকার পানি সরবরাহ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার পর পানির দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে দিতে রোকেয়া সরণীর আশপাশের এলাকার শত শত বাসিন্দা প্রধান সড়কের ওপর জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।