বিনোদন

করোনায় আক্রান্ত হৃতিক রোশানের মা

করোনায় আক্রান্ত হৃতিক রোশানের মা

বলিউড অভিনেতা হৃতিক রোশানের মা পিংকি রোশান করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে স্বামী রাকেশ রোশানের সঙ্গে খান্ডালায় তাদের ফার্মহাউসে আছেন পিংকি রোশান। জানা গেছে, তার করোনার কোনো উপসর্গ নেই। কোভিড-১৯ টেস্টে নেগেটিভ না আসা পর্যন্ত ফার্মহাউসেই আইসোলেশনে থাকবেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিংকি রোশান বলেন, ‘সতর্কতাস্বরূপ প্রতি ২০ দিন পর আমরা পরিবারের সদস্য ও স্টাফদের পরীক্ষা করি। এক সপ্তাহ আগে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসক বলেছেন যোগ ব্যায়াম ও শারীরিক কসরত করোনা প্রতিহত করতে সাহায্য করছে। ধারণা করা হচ্ছে আমি গত ১৫ দিন ধরে করোনায় আক্রান্ত। আশা করছি, আগামীকাল টেস্টের ফল নেগেটিভ আসবে।’

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পিংকি রোশানের জন্মদিন। ইনস্টাগ্রামে জন্মদিনের আয়োজনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যরা আমার দুয়ারে এই চমক নিয়ে হাজির হয়েছে।’

অন্যদিকে, সুজানের সঙ্গে জুহুর বাড়িতে থাকছেন হৃতিক। তাদের সঙ্গে দুই সন্তান— হৃহান ও হৃদানও আছেন।