বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী কৃতি স্যানন। আবারো একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।
‘ভেদিয়া’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন অমর কৌশিক। এই সিনেমায় রোমান্স করবেন বরুণ ও কৃতি।
সবকিছু ঠিক থাকলে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা। এর আগে ‘দিলওয়ালে’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন এই জুটি। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন শাহরুখ খান ও কাজল।
একটি সূত্র বলেন, ‘অমর কৌশিকের ভেদিয়া সিনেমায় বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনয় করবেন খবরটি সত্য। সিনেমার চরিত্রের জন্য তারা উপযুক্ত। ইতোমধ্যে এই জুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন। পরিচালক তাদের আবারো একসঙ্গে করতে চাইছেন। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হবে।’
এদিকে মুক্তির অপেক্ষায় বরুণ অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমাটি। এছাড়া ‘সাংকি’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে, কৃতির পরবর্তী সিনেমা ‘মিমি’ শুটিং শেষে মুক্তির অপেক্ষায় আছে।