বলিউড সেনসেশন সানি লিওন। আইটেম গানে দর্শক মাতালেও ধীরে ধীরে সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার গুপ্তচর হয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
ঐতিহাসিক ঘরানার ‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এই সিনেমাতে ১৭৯৫ থেকে ১৮১৮ সাল পর্যন্ত সময়ের গল্প তুলে ধরা হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এতে সানিকে একটি মারাঠি গানে নাচতে দেখা যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেতা অর্জুন রামপাল। একজন দলিত যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমটিতে দক্ষিণী অভিনেত্রী দিগঙ্গনা সুরিয়াবংশীও অভিনয় করছেন।
‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ পরিচালনা ও প্রযোজনা করছেন রমেশ থেটে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে এটি মুক্তি পাবে।
করোনা মহামারির শুরুর দিকে ভারতে ছিলেন সানি। পরবর্তী সময়ে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। কিছুদিন আগে ভারতে ফিরেছেন এই অভিনেত্রী।