সারা বাংলা

ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নাটোর অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কমর্কাণ্ড তুলে ধরে এ সরকারের বিরুদ্ধ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক একাডেমি শাখার ম্যানেজার নীপেন্দ্রনাথ সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা ফেরদৌস রায়হান প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন আসাদুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম ও আব্দুল রহিম। 

কুষ্টিয়া শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য গত ৪ ডিসেম্বর রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাদ্রাসার দুইজন শিক্ষক ও দুইজন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন।