আজ শুভ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। বড়দিন খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও এর উচ্ছ্বাসে মেতেছেন বিশ্বের কোটি-কোটি মানুষ। বাদ যাননি ফুটবল বিশ্বের বড় তারকরাও।
ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে কিংবা মোহাম্মদ সালাহ। পরিবারের সঙ্গে আনন্দ উল্লাসে উযদযাপন করেছেন বড়দিন। যার ছবি প্রকাশ করেছেন সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোতে।
রাইজিং বিডির পাঠকদের জন্য দেওয়া হলো ছবি গুলো...
পরিবারের সদস্যদের সঙ্গে ছবিটি নেইমার পোস্ট করেন ইন্সটাগ্রামে। সঙ্গে একটা হার্ট ইমোজি ও হাসির ইমোজি জুড়ে দেন।
ভালোবাসায় ও সুখে থাকার আহব্বান করে বড়দিনের শুভেচ্ছা জানান ক্রিস্টিয়ানো রোনালদো।
মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করেন কিলিয়ান এমবাপ্পে।
স্ত্রী-সন্তানদের সঙ্গে ইয়াহিয়া তোরে।
একটি ম্যাগাজিন হাতে ছবি পোস্ট করে রবার্টসন।
স্ত্রী সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান থিয়াগো আলকানতারা।
স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ডাচ ফুটবলার ডনি লেখেন এই কঠিন সময়ে বড়দিনকে উপভোগ করুন।
দুই সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় দিনের পোশাক পরে ছবি পোস্ট করেন মোহাম্মদ সালাহ।