খেলাধুলা

‘স্মিথকে বিচার করার তাড়া নেই’

ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে প্রত্যাশার ধারেকাছে পারফরম্যান্স করতে পারেননি স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশানে। তাতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে দুর্দশার চিত্র স্পষ্ট। তারপরও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন মনে করছেন না অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার বিশ্বাস সিরিজের বাকি ম্যাচগুলোতে ভারতকে পাল্টা জবাব দেওয়ার উপায় বের করে ফেলবেন দুই ব্যাটসম্যান।

চার ইনিংস খেলে একবারও স্মিথ ব্যক্তিগত রান এক অঙ্কের ঘর পার করতে পারেননি- ১, ০, ৮ ও ১*। সাবেক অধিনায়কের চেয়ে ভালো ছিলেন লাবুশানে, কিন্তু আহামরি কোনও রান ছিল না তার ব্যাটে। দুই টেস্ট মিলে ১৭৯ রান। তবে এখনই তাদের বিচার করার তাড়া নেই ম্যাকডোনাল্ডের, ‘সিরিজের মাঝে এসে স্টিভ স্মিথকে বিচার করার তাড়া নেই আমার। হ্যাঁ, এই সিরিজে এখনও সে নিজেকে খুঁজে পায়নি। বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে শুরুর চার বলে তার মধ্যে কিছুটা দৃঢ়তা দেখা গিয়েছিল। নেটেও ভালো ছিল সে এবং মার্নাসও।’

চলমান সিরিজে দুই ব্যাটসম্যানকে বিপদে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত বুমরা। বিশেষ করে লেগ থিওরি দিয়ে তাদের তটস্থ করে রেখেছিলেন ভারতীয় দুই বোলার। এ নিয়ে জাস্টিন ল্যাঙ্গারের ডেপুটি বলেছেন, ‘এই মুহূর্তে আমার প্রশ্ন হলো ট্যাকটিক্যালি ভারত প্রস্তুত হয়েছে এবং এই দুই খেলোয়াড়কে সামলাতে সমর্থ হয়েছে, বিশেষ করে লেগ সাইড থিওরি দিয়ে। সুতরাং, আমি মনে করি এই দুই খেলোয়াড়কে আরও ভালো পদ্ধতি বের করে মাঠে নামতে হবে।’

লেগ সাইড থিওরির পাল্টা জবাব দিতে স্মিথ-লাবুশানে প্রস্তুতি নিচ্ছেন বলে ম্যাকডোনাল্ড জানান, ‘আমি মনে করি না টেকনিক্যালি এখানে কিছু করার আছে। তারা টেকনিক্যালি ঠিক আছে। ভারতের বোলার ও অধিনায়কের এই কৌশলের পাল্টা জবাব তারা কীভাবে দিতে পারে সেটা আমাদের মধ্যে আলাপ হচ্ছে।’