উয়েস্কার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে বার্সেলোনা। অথচ গোলমুখে তারা শট নিয়েছে ২০টি, যার মধ্যে লক্ষ্যে ছিল সাতটি। আক্রমণভাগে একজন খাঁটি স্ট্রাইকার থাকলে জয়ের ব্যবধানটা আরও বেশি হতো মনে করেন কোচ রোনাল্ড কোমান। আসন্ন শীতকালীন দলবদলের বাজারে নতুন একজন স্ট্রাইকারের সঙ্গে বার্সেলোনাকে চুক্তি করতে বললেন তিনি।
গোড়ালির চোট কাটিয়ে রোববার দলে ফিরেছিলেন লিওনেল মেসি। আক্রমণে মার্টিন ব্র্যাথওয়েট ও উসমান দেম্বেলের সঙ্গে তাকে খেলান কোমান। এই তিনজন সব মিলে ১৫টি শট নেন গোলে, কিন্তু গুরুত্বপূর্ণ গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ২৭ মিনিটে মেসির চিপ পাস থেকে লক্ষ্যভেদী ভলি করেন তিনি।
নির্ধারিত সময় শেষ হওয়ার ৯ মিনিট আগে ব্র্যাথওয়েটের বদলি হিসেবে আতোঁয়ান গ্রিয়েজমানকে মাঠে নামান কোমান। ম্যাচ শেষে মেসি ও দেম্বেলের মাঝখানে একজন স্ট্রাইকারের অভাব বোধ করার কথা জানান বার্সা কোচ।
কোমান সাংবাদিকদের বলেছেন, ‘আমার দলের প্রত্যেক খেলোয়াড়ের ওপর আস্থা আছে। বাজি ধরতে পারি যে লিওর সঙ্গে দেম্বেলে সেরা সমন্বয়। আমাদের মার্টিন কিংবা আতোঁয়ার মধ্যে কাউকে বাছতে হবে এবং মার্টিন ভালোই করেছে।’
এরপরই একজন স্ট্রাইকারের প্রয়োজনের কথা জানান বার্সা কোচ, ‘এসব খেলায় আমরা একজন ৯ নম্বরের প্রয়োজন বোধ করছি। কিন্তু এর সঙ্গে আতোঁয়ার বদলির অন্য কোনও মানে নেই। আমাদের হাতে অনেক খেলা বাকি এবং সব খেলোয়াড়কে আমাদের প্রয়োজন।’
কোমানের বিশ্বাস স্ট্রাইকিংয়ে উন্নতি আনলে বার্সার রক্ষণের ওপর চাপ কমবে। এল আলকোরাজে তো উয়েস্কার শেষ দিকের আক্রমণ তটস্থ রেখেছিল অতিথিদের রক্ষণভাগকে। বার্সা কোচের মতে, এমন স্নায়ুচাপ কমাতে আগেভাগেই ম্যাচের ফল নির্ধারণ করতে হবে গোল ব্যবধান বাড়িয়ে।
ম্যাচ নিয়ে কোমানের বক্তব্য, ‘দ্বিতীয়ার্ধটা চমৎকার ছিল না। শেষ দিকে আমরা কিছুটা ভুগেছি। কারণ তারা গোল তৈরির চেষ্টায় ছিল এবং খুব কাছে গিয়েছিল, যেখানে আমরা ভালোভাবে প্রতিহত করেছি তা। আগেভাগে ম্যাচ নিষ্পত্তি না করতে পারলে সবসময় ভুগতে হয়।’