খেলাধুলা

হোঁচট খেয়ে শুরু পচেত্তিনোর পিএসজি অধ্যায়

অধ্যায়ের শুরুটা ভালো চান সবাই। আরো ভালোভাবেই শুরু হয় আবার কারো হোঁচট খেয়ে। এ যেমন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর পিএসজি অধ্যায় শুরু হোঁচট খেয়ে। লিগ ওয়ানে তার প্রথম ম্যাচে জয় পায়নি পিএসজি।

লিগ ওয়ানে সেন্ট এতিয়নের বিপক্ষে গতকাল রাতে ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। ম্যাচের ১৯তম মিনিটেই রোমেইন হামোউমার গোলে এগিয়ে যায় এতিয়েন। তিন মিনিট পরেই মোয়েজ কিনের গোলে পিএসজি শোধও করে ফেলে।

তবে ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দুই দলকে মাঠ ছাড়তে হয়েছে। ১৮ ম্যাচে ১১ জয়ে দলটির পয়েন্ট ৩৬।

এর আগে বছর শেষে লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে বড় জয়ের পরেই পিএসজি বরখাস্ত করে জার্মান কোচ টমাস টুখেলকে। এরপর প্যারিসে আসেন পচেত্তিনো।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত পচেত্তিনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এর আগে পিএসজিতেই একসময় খেলেছিলেন পচেত্তিনো। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত প্যারিসের ক্লাবটির হয়ে খেলছিলেন।

এবার আসছেন কোচ হয়ে। তবে যাত্রাটা ভালো হলো না এই আর্জেন্টাইন কোচের। শেষ পর্যন্ত তার ভাগ্যে কি আছে বলে দেবে সময়।