জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কয়েকদিন পরেই মা হতে চলেছেন তিনি।
এদিকে অন্তঃসতত্ত্বা আনুশকার ছবি তুলতে তার বাড়ির বাইরে ভিড় করছেন ফটো সংবাদিকরা। অনেকেই প্রাইভেসি ভঙ্গ করে ছবি তুলে তা প্রকাশ করছেন। বিষয়টি পছন্দ হয়নি এই অভিনেত্রীর। ফটো সংবাদিকদের ওপর নাখোশ হয়েছেন তিনি।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট করেছেন আনুশকা। এতে ব্যালকুনিতে বসা অবস্থায় পাপারাজ্জিদের তোলা তার ও বিরাট কোহলির একটি ছবি পোস্ট করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফটো সংবাদিক ও সংবাদমাধ্যমকে বলা সত্ত্বেও তারা আমাদের প্রাইভেসি ভঙ্গ করছেন। দয়া করে এখনই এসব বন্ধ করুন।’
বিরাট-আনুশকা দম্পতির এটি প্রথম সন্তান। গত আগস্টে আনুশকার মা হওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এখনো কাজ করছেন আনুশকা শর্মা। বেবি বাম্প নিয়েই বিভিন্ন বিজ্ঞাপনের শুটিং করছেন। শুধু তাই নয়, সম্প্রতি উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির হন তিনি।