ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি তাদের সংসারে নতুন অতিথি এসেছে।
এদিকে এরই মধ্যে ভিন্ন একটি কারণে খবরে ‘বিরুশকা’। একটি প্রিন্ট মিডিয়ার ভুলে জঙ্গির জায়গায় ব্যবহার হয়েছে এই জুটির ছবি।
মূলত, জম্মু-কাশ্মিরে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই হেডলাইনের একটি খবরে বিরাট ও অনুশকার ছবি ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। এরপর এটি নিয়ে ট্রল শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ মজা করেছে মন্তব্য করেছেন, ‘যিনি এই কাজ করেছেন হয়তো বড় কোনো নেশা করেছিলেন।’ অপর একজন লিখেছেন, ‘এই ধরনের দায়িত্বে থাকা ব্যক্তিদের আরো সতর্ক হওয়া উচিৎ।’ অন্য একজনের ভাষায়, ‘তাড়াহুড়ো করে খবর দিতে গিয়েই এমন ভুল হয়েছে।’
দীর্ঘদিন ডুবে ডুবে জল খাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট-আনুশকা। এরপর গত আগস্টে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। ১১ জানুয়ারি এই দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে এসেছে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বিরাট ও আনুশকা।