‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান তিনি।
ভারতের তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। সম্প্রতি এই সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। শুটিং শেষে সিনেমার টিমের সদস্যদের হাতঘড়ি উপহার দিয়েছেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ঘড়ির ছবি প্রকাশ করে একজন লিখেছেন, ‘অসাধারণ! রাধে শ্যাম টিমের সদস্যদের ঘড়ি উপহার দিয়েছেন প্রভাস।’
ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য তৈরি। সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এতে এই অভিনেত্রীর চরিত্রের নাম প্রেরণা। অন্যদিকে বিক্রম আদিত্য রূপে প্রভাসকে দেখা যাবে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।
এছাড়া খুব শিগগির ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন প্রভাস। শুক্রবার (১৫ জানুয়ারি) হায়দরাবাদে এর মহরত অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীল। এতে ভিন্ন এক প্রভাসকে দেখা যাবে বলে জানা গেছে। ইতোমধ্যে সিনেমাটির জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছেন প্রভাস। পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।