নিজের পোস্টার অপসারণ করার মধ্যে দিয়ে বসুরহাট পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে নিজের পোস্টার অপসারণ করেন তিনি।
নবনির্বাচিত কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে পোস্টার অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন কাদের মির্জা।
এ সময় উপস্থিত ছিলেন—বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, নুরবনবী সবুজ, মাজহারুল হক তৌহিদ প্রমুখ।