ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। এরইমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ধারালো ফিগার, সুন্দর মুখশ্রী আর অভিনয়ের প্রতি দারুন আগ্রহের কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এর পাশাপাশি নিয়মিত নিজের আকর্ষণীয় সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবি মানেই হাজার হাজার লাইক। গ্ল্যামারাস এই নায়িকার কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে।
শরিয়তপুরের মেয়ে অধরা। থাকেন ঢাকায়। জন্ম ৫ মে
২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি
২০১৮ সালের শেষের দিকে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অধরা। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমা মুক্তি পায়
সম্প্রতি ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন অধরা
অধরা অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে
অধরার হাতে রয়েছে ‘উন্মাদ’ সহ বেশ কিছু সিনেমার কাজ
অধরার ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় ৫৮ হাজার। এই চিত্রনায়িকার ফেসুবক পেজের ফলোয়ার সংখ্যা বর্তমানে ২ লাখ ৫৯ হাজার। ইনস্টাগ্রামে অধরার ফলোয়ার সংখ্যা প্রায় ৩০ হাজার