খেলাধুলা

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর চূড়ান্ত

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। তিনটি ওয়ানডে খেলতে তারা বাংলাদেশে আসবে। যেগুলো ওয়ানডে সুপাার লিগের অংশ।’

এদিকে এপ্রিলে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ হবে দ্বীপরাষ্ট্রে। গত বছর জুলাইয়ে সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়। সিরিজটি নিয়ে এখনও কথা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড।

আকরাম খান বলেন,‘আমরা শ্রীলঙ্কায় আগে কিংবা পরেও যেতে পারি। আমরা যাচ্ছি সো চূড়ান্ত। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের টানা ব্যস্ততা। নিউ জিল্যান্ডে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কা যাওয়ার সূচি। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেওয়ার পর জিম্বাবুয়ে সফর। করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থেকে টানা সিরিজ খেলার ধকল সামলে নিতে পারবেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন।

এজন্য জিম্বাবুয়ে সফর নিয়ে এখনও দ্বিধান্বিত বোর্ড। আকরাম খান বলেন,‘জিম্বাবুয়ে সফর এখনো নিশ্চিত না, হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করবো। যেহেতু এটা বাতিল হয়ে গিয়েছিল…আমাদের দুইটা বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে। আমরা চিন্তাভাবনা করছি। আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। জৈব সুরক্ষা বলয় খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ। এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্ত খেলা…খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই আমরা সফর নিয়ে আলোচনা করছি।’