বিনোদন

নানা অমিতাভের পথে হাঁটবেন না নব্য

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তার মেয়ে শ্বেতা বচ্চন সিনেমায় অভিনয় না করলেও বাবার সঙ্গে বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

এদিকে নানা কারণে খবরে থাকেন শ্বেতা ও নিখিল নন্দার মেয়ে ও অমিতাভের নাতনি নব্য নাভেলি নন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অনুসারীও রয়েছে তার। অনেকদিন ধরে গুঞ্জন— বলিউডে নাম লেখাতে চান নব্য। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নানা অমিতাভের পথে হাঁটবেন না।

এক সাক্ষাৎকারে নব্য নাভেলি নন্দা জানান, বাবা নিখিল নন্দার ব্যবসার হাল ধরতে চান। তিনি বলেন, ‘আমি চতুর্থ প্রজন্ম ও প্রথম নারী হিসেবে দায়িত্ব নিতে চলেছি। আমার পূর্বসূরী এইচ পি নন্দা যে লিগ্যাসি রেখে গেছেন, তা সামনে অগ্রসর করার দায়িত্ব পালন আমার জন্য অনেক গর্বের একটি বিষয়।’

ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইন বিষয়ে ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন নব্য। পাশাপাশি আরা হেল্থ নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। এটি নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। এছাড়া সম্প্রতি নাভেলি নামে একটি প্রজেক্ট চালু করেছেন, যা লিঙ্গ বৈষম্য দূর করা নিয়ে কাজ করছে।

নব্য আরো বলেন, ‘প্রতিদিন অনেক নারী নতুন ব্যবসায় যোগ দিচ্ছেন, রেকর্ড গড়ছেন, বিভিন্ন দৃষ্টান্ত তৈরি করছেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ছেন। আমি খুবই কৃতজ্ঞ কারণ এমন এক সময়ে বসবাস করছি, যখন নারীরা বিভিন্ন ক্ষেত্রে বড় বড় দায়িত্ব নিচ্ছে। সময় এখন আমাদের পক্ষে। বড় কিছু অর্জনের অপেক্ষায় আছি।’