বিনোদন

প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ শ্রুতি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত প্রভাসের সঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শ্রুতি। ‘ইয়ং রেবেল’খ্যাত প্রভাসের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রভাস একমাত্র অভিনেতা যার সঙ্গে আগে কাজ করিনি। তবে তিনি খুবই আন্তরিক। অনেকেই বিনয়ী হওয়ার ভান করেন, কিন্তু প্রভাস প্রকৃতপক্ষেই একজন বিনয়ী মানুষ। শুটিং সেটে তিনি চমৎকার পরিবেশ রাখেন।’

ইতোমধ্যে ‘সালার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্যও ফাঁস হয়েছে। সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে বিস্তারিত কিছু প্রকাশ করেননি এই নায়িকা। তবে তিনি জানিয়েছেন, সিনেমায় তাকে কোনো অ্যাকশন দৃশ্যে দেখা যাবে না।

সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল। এটি প্রযোজনা করছে হাম্বলে ফিল্মস। বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। পুরো ভারত জুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘সালার’ সিনেমায় প্রভাস ও শ্রুতি ছাড়াও বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। খল চরিত্রে দেখা যেতে পারে তাকে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।