খেলাধুলা

রোনালদোর রিয়ালে ফেরা সম্ভব মনে করছেন জিদান

ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদকে টানা তিনটিসহ চারটি চ্যাম্পিয়নস লিগ জেতান। ক্লাবটির ইতিহাসে শীর্ষ গোলদাতা হওয়ার পথে দুটি লা লিগাও জিতেছেন পর্তুগিজ উইঙ্গার। মাদ্রিদ ক্লাবে তার ফেরা নিয়ে গুঞ্জন ওঠার পর প্রথমবার নিশ্চুপ থাকলেও কোচ জিনেদিন জিদান এবার বললেন, তা সত্যি হতেও পারে।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর কাছে শেষ ষোলো থেকে জুভেন্টাস বিদায় নেওয়ার পর গুঞ্জন ওঠে, এই মৌসুম শেষে রোনালদো ছাড়ছেন তুরিন ক্লাব। ওই ম্যাচের পর পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর মাদ্রিদে ফেরার প্রশ্নে জিদান বলেছিলেন, ‘সে এখনও জুভেন্টাসের খেলোয়াড়। ওখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না।’

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে আতালান্তার মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান তার সাবেক ফরোয়ার্ডকে নিয়ে কথা বললেন, ‘গুঞ্জনগুলো সত্যি? হ্যাঁ, হতেও পারে। আমরা ক্রিস্টিয়ানোকে জানি, আমরা জানি রিয়াল মাদ্রিদের জন্য সে কী করেছে। কিন্তু সে এখন জুভেন্টাসের খেলোয়াড়। আরেক দলের সঙ্গে খেলছে সে। তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখবো।’

গতকাল রোববার ক্যাগলিয়ারির বিপক্ষে হ্যাটট্রিক করে অফিসিয়াল গোলের সংখ্যায় ব্রাজিলিয়ান লিজেন্ড পেলেকে টপকে যান রোনালদো। ম্যাচটির আগে জুভেন্টাসের ডিরেক্টর পর্তুগিজ ফরোয়ার্ডকে ক্লাবের ভবিষ্যৎ উল্লেখ করেন।