বিনোদন

ত্রিবেণীতে রবীন্দ্র সংগীত, গাইবেন দেবলীনা

সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন তিনি। গানের হাতে খড়ি মায়ের কাছে। রবীন্দ্র সংগীত নিয়ে অনার্স ও মাস্টার্স করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বলছি কণ্ঠশিল্পী দেবলীনার কথা। রবীন্দ্র সংগীত তার পছন্দের শীর্ষে। যশোরের এই শিল্পীর কাছে গানই এখন ধ্যান-জ্ঞ্যান। গান গাইছেন বিভিন্ন টেলিভিশনে। তালিকাভূক্ত আছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে। আজ (বুধবার, ৭ এপ্রিল-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৪৬তম পর্ব। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল এই শিল্পী গাইবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। রবীন্দ্র সংগীতে মাতাবেন দর্শকদের।

ত্রিবেণীতে গাইতে পেরে আনন্দিত এই শিল্পী। প্রশংসা করলেন ত্রিবেণীর কার্যক্রমের। জানালেন, ত্রিবেণীই পারে প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের দর্শকদের সামনে তুলে ধরতে। ত্রিবেণীতে নিমন্ত্রিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। এছাড়া, অতি সম্প্রতি শুরু হয়েছে রাইজিংবিডি বুলেটিন এবং ক্রীড়া বিষয়ক টক শো। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক বিনোদনধর্মী অনুষ্ঠান আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বাড়ছে। 

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী। ত্রিবেণী বিষয়ে যে কোনো জিজ্ঞাস্য বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে (risingbd.tribeni@gmail.com); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।