হোসে মরিনহোকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে স্পারদের অংশগ্রহণের ঘোষণার পরদিনই তার সঙ্গে সম্পর্কের ইতি টানলো ক্লাব। পর্তুগিজ কোচ নাকি এই প্রস্তাবিত প্রতিযোগিতার বিরোধিতা করেছিলেন।
অবশ্য প্রতিবাদ করায় মরিনহো ছাঁটাই হলেন নাকি দলগত পারফরম্যান্সের অবনতির কারণে, তা নিয়ে চলছে ধোঁয়াশা। এই মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলে ১৩ ম্যাচ হেরেছেন, যা তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে অভিজ্ঞতা।
মরিনহোর সঙ্গে ১৭ মাসের সম্পর্ক চুকিয়ে ফেলার বিষয়টি ক্লাব নিশ্চিত করেছে সোমবার (১৯ এপ্রিল) সকালে। চেলসি, আর্সেনাল, ম্যানইউ ও লিভারপুলের সঙ্গে টটেনহ্যাম সুপার লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করার ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে বরখাস্তের ঘোষণা দেয় স্পাররা।
টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘একটি ক্লাব হিসেবে আমাদের সবচেয়ে কঠিন সময়গুলোতে হোসে ও তার কোচিং স্টাফ আমাদের সঙ্গে ছিল। তিনি একজন সত্যিকারের পেশাদার যিনি মহামারির মধ্যে অদম্য মনোভাব দেখিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে আমি তার সঙ্গে কাজ উপভোগ করেছি এবং কিন্তু অনুশোচনা হচ্ছে যে কিছু একটা সমস্যা হচ্ছে। তিনি সবসময় এখানে অভ্যর্থণা পাবেন এবং তার ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য।’
প্রিমিয়ার লিগে টটেনহ্যাম সপ্তম স্থানে। শীর্ষ চার থেকে পাঁচ পয়েন্ট পেছনে। রোববার লিগ কাপের ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা ম্যানচেস্টার সিটির সঙ্গে। এমন মুহূর্তে তাকে ছাঁটাই করা হলো।
২০১৯ সালের নভেম্বরে মাউরিসিও পচেত্তিনোর উত্তরসূরি হয়ে টটেনহ্যামে যোগ দেন ৫৮ বছর বয়সী কোচ। শিরোপার সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ক্লাবের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য ছিল তার। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল।