ভারতে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বেড ও অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।
করোনা মহামারি মোকাবিলায় ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তথ্য জানিয়েছেন টুইঙ্কেল। পাশাপাশি ভক্ত ও অনুসারীদেরও সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ক্রিকেটার গৌতম গম্ভীরের দাতব্য সংস্থায় ১ কোটি রুপি দান করেন অক্ষয়। ওষুধ ও অক্সিজেন কিনতে এই অর্থ দান করেছেন তিনি।
এছাড়া গত বছর ভারতে করোনার প্রকোপ দেখা দিলে সেই সময়ও সাহায্যের হাত বাড়িয়েছিলেন অক্ষয় কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফান্ডে ২৫ কোটি রুপি দেন এই অভিনেতা। মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি রুপি অনুদান দেন তিনি। পাশাপাশি, পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও র্যাপিড টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন ফান্ডে ৩ কোটি রুপি দান করেন অক্ষয়।