অন্য দুনিয়া

৩২ বছর পর দ্বীপ ছাড়ছেন বাস্তবের ‘রবিনসন ক্রুসো’

ড্যানিয়েল ডিফো রচিত একটি উপন্যাসের চরিত্র রবিনসন ক্রুসো। ঝড়ের কবলে জাহাজ ভেঙে নির্জন দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। এরপর শুরু হয় তার নির্জন দ্বীপে একাকিত্ব জীবন।

ইতালির মাউরো মোরান্দিকে বলা হয় বাস্তবের রবিনসন ক্রুসো। দীর্ঘ ৩২ বছর ধরে সার্ডিনিয়া উপকূলের বুডেলি নামের একটি নির্জন দ্বীপে একা বাস করছেন তিনি। যদিও তার এই দ্বীপে বসবাস সম্পূর্ণ স্বেচ্ছায়। ইতালির রাজনৈতিক পরিস্থিতির ওপর বিরক্ত মোরান্দি চেয়েছিলেন প্রকৃতির সান্নিধ্যে বসবাস করতে। সেই সময় গোলাপি সৈকতের এই দ্বীপের সন্ধান পান। পরে এর মালিকের সঙ্গে যোগাযোগ করে এখানে একা বসবাস করতে শুরু করেন।

যদিও তার এই দীর্ঘ দ্বীপ নির্বাসনের অবসান ঘটতে চলেছে। তাকে দ্বীপটি ছাড়ার নোটিশ জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালি সরকার দ্বীপটিকে জাতীয় উদ্যানে পরিণত করতে চাইছেন। তাই আর এখানে থাকতে পারবেন না দ্বীপের একমাত্র বাসিন্দা মোরান্দি।

তবে দ্বীপ ছাড়তে হলেও একাকি জীবন ও প্রকৃতির সান্নিধ্য ছাড়বেন না মোরান্দি। সমুদ্রের কাছেই থাকবেন একটি ছোট ফ্ল্যাটে থাকার পরিকল্পনা করছেন তিনি।