ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রক্তপিপাসু বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা ব্যানার্জিকে হেয় করা ও বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত উল্টোডাঙা থানায় এই মামলা দায়ের করেন। এরপরই ইনস্টাগ্রামে পোস্ট করে নানা মন্তব্য করেন বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ‘একাধিক মামলা করে আমাকে ভয় দেখানো যাবে না। বাংলায় একের পর এক হত্যার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্র। লাখ লাখ হিন্দু বাংলা থেকে পালিয়ে আসছে। সেসব আটকাতে পারছে না। উল্টো আমি মৃত্যুমিছিল ঠেকাতে সরব হয়েছি বলে মমতার সেনারা আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। দেশে কেন তথাকথিত ডান-পন্থীরা এত দুর্বল? এদের আদৌ কোনো ক্ষমতা আছে কি?’
ইনস্টাগ্রামে স্টোরিতে মামলার কপি প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘রক্তপিপাসু দৈত্য মমতা তার শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছে।’
বেশ কিছুদিন ধরেই মমতা ব্যানার্জিকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন কঙ্গনা রাণৌত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে নানা বিতর্কিত টুইট করেন। এজন্য তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ।