আন্তর্জাতিক

অক্সিজেন সংকটে প্রাণ গেলো ১১ করোনা রোগীর

ভারতের অন্ধ্রপ্রদেশ হাসপাতালে অক্সিজেন সংকটে ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সোমবার (১০ মে) সন্ধ‌্যায় তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা হয়। হাসপাতালের আইসিইউতে থাকা রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাননি। এতে ১১ জন মারা যান। অক্সিজেনের সমস্যা শুরু হলে ৩০ জন চিকিৎসকের একটি দল আইসিইউতে রোগীদের পরিচর্যার জন্য ছুটে যান। তাদের তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগীরা। 

চিত্তুরের জেলা প্রশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, অক্সিজেনের চাপ কমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন। 

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহে প্রতিদিনিই ২১ থেকে ২১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। প্রতিদিনই ১০০ এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এই রাজ‌্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।