ঝলমলে বিয়ে বাড়ি, বিয়ের সাজে কনেও প্রস্তুত। এদিকে মেহেদি রাঙা ববি এসে হাজির হন বিয়ে বাড়িতে। জানা যায়, এলিট মেহেদির নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
করোনার কারণে এবারের ঈদে ববি অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে মেহেদির বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। তরুণ নির্মাতা রাকিব আহমেদের নির্দেশনায় এলিট মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।
এ বিষয়ে ববি বলেন, ‘সুপরিচিত এলিট মেহেদির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনটি করেছি। ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদি দিয়ে থাকেন। আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিল। আশা করি, আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পারবেন।’