পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা করা হয় মাত্র দু’দিন আগে। বৃহস্পতিবার (১৩ মে) ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বোমা হামলার মধ্যেও হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে ঈদের জামাত আদায় করেছেন।
আরও পড়ুন: ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত বেড়ে ৬৭
বুধবার (১২ মে) রাত থেকে লাগাতার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় অভিযানও চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। হামলায় গাজায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনও হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী প্রায় দেড় হাজার রকেট ছুড়েছে।
আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান। ইহুদিরা টেম্পল মাউন্ট হিসেবে এটাকে জানেন।
এর আগে গতকাল ১২ মে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
## মিনিটে ৩০টি বিস্ফোরণ! গাজায় ইসরাইলের ধ্বংসলীলা