আন্তর্জাতিক

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ও আল-জাজিরার দপ্তর যে ভবনটিতে ছিল সেই ১২ তলার গাজা টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে রয়টার্স। 

ভবন মালিককে অবশ্য আগেই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তাই ভবনটি আগেভাগেই খালি করে ফেলা হয়েছিল।

এ ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলে আল-জাজিরার প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছেন, ‘শুধু ধ্বংস ও হত্যাই নয়, বরং যারা এগুলো সম্প্রচার করছে তাদেরকে নীরব করার সুস্পষ্ট সিদ্ধান্ত দেখা যাচ্ছে।’

এর আগে শুক্রবার রাতে একটি শরণার্থী শিবিরের তিন তলা ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও আট জন শিশু রয়েছে।

গত সোমবার থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গত কয়েক দিনের হামলায় দেড় শতাধিক নিহত ও এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।