মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৭ মে) দুপুরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরোয়ার জাহানের আদালতে হাজির করে পিবিআই। তবে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী সংস্থা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ মে মিতু হত্যায় মিতুর বাবার দায়ের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। একই দিন তার সাত দিন রিমান্ড আবেদন জানানো জয়। আদালত বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ মে থেকে বাবুল আক্তার পিবিআই হেফাজতে রিমান্ডে ছিলেন। তবে রিমান্ডে কী তথ্য পাওয়া গেছে তা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে মিতু হত্যায় সম্পৃক্ত মুছার সঙ্গে সম্পর্ক থাকাসহ বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন বাবুল আক্তার।