বিনোদন

ফটোশুটে অর্ধনগ্ন সানি

বলিউড সেনসেশন সানি লিওন। অর্ধনগ্ন হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

প্রতি বছর তারকাদের ছবি নিয়ে ক্যালেন্ডার প্রকাশ করেন প্রসিদ্ধ ফটোগ্রাফার ডাব্বু রত্মানি। সম্প্রতি ২০২১ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। এই ফটোশুটের প্রয়োজনেই অর্ধনগ্ন হয়েছেন সানি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টগ্রামে ছবিটি পোস্ট করেন ‘জিসম টু’ সিনেমাখ্যাত অভিনেত্রী। এতে দেখা যায়, তিনি অর্ধনগ্ন হয়ে একটি পিলারে হেলান দিয়ে আছেন। আর একটি বড়সড়ো হ্যাট দিয়ে নিজের সামনের অংশ ঢেকে রেখেছেন তিনি।

ছবির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘গ্রীষ্ম চলে এসেছে।’

গত মাসে ৪০-এ পা রেখেছেন সানি। দেবাং ঢোলাকিয়ার ‘বুলেটস’ ওয়েব সিরিজে সর্বশেষ অভিনয় করেছেন এই অভিনেত্রী। এতে আরো অভিনয় করেন কারিশমা তান্না। সাইকোলজিক্যাল থ্রিলার একটি সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া তিনি ‘অনামিকা’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। বর্তমানে ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের পরের সিজনের শুটিং করছেন সানি।