উদ্যোক্তা/ই-কমার্স

‘জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১’ পেল দেলোয়ার হোসেন

‘জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১’ পেল জেলা ওয়েবসাইট ’আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন।  ‘জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তা’ ক্যাটাগরিতে জেলার সেরা তরুণ উদ্যোক্তার গৌরব অর্জন করেছেন তিনি ।

বুধবার (১৬ই জুন) শেরপুর জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।  শেরপুর জেলা প্রশাসকের তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরিতে পুরস্কারটি  দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনার কলি মাহবুব (জেলা প্রশাসক, শেরপুর) সাত জন উদ্যোক্তার হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এ, টি, এম, জিয়াউল ইসলাম উপ-পরিচালক (স্থানীয় সরকার), মুকতাদিরুল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), ফরিদা ইয়াছমিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ডি.এম. সাদিক আল শাফিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নাসিমুল আহমেদ,(ইএসডিপি) প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কসহ উদ্যোক্তা ও সাংবাদিকগন।

পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আনার কলি মাহবুব বলেন, ‘উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এ বছর সাত টি ক্যাটাগরিতে পুরস্কার চালু করেছি।  আমি আশা করি জেলা প্রশাসকের পক্ষ থেকে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ‘

তিনি আরও বলেন, ‘আমি যখন তোমাদের সাথে মিশি, তোমাদের কাজ গুলো দেখে অনুপ্রাণিত হই। তোমরা তরুণদের রোল মডেল। আমি তোমাদের আরও অনেক বড় জায়গায় দেখতে চাই। আমি বিশ্বাস করি তোমাদের উদ্যম চেষ্টা অনেক দূর এগিয়ে নিবে তোমাদের। ‘

পুরস্কিত হয়ে আওয়ার শেরপুরের উদ্যোক্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তা ক্যাটাগরিতে জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কারে মনোনীত হয়ে আমি অনেক আনন্দিত। গত আড়াই বছর যাবৎ ইন্টারনেটের মাধ্যমে শেরপুর জেলার ব্র্যান্ডিং করার জন্য কষ্ট করে যাচ্ছি। এছাড়াও গত দেড় বছর যাবৎ শেরপুর জেলা ব্র্যান্ডিং তুলশীমালা চালের পরিচিতি সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। এখন শেরপুর জেলা প্রশাসকের স্বীকৃতি পাওয়াই আমরা আরও ভালো ভাবে ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখতে পারবো। ‘