বিনোদন

মিঠুন ছিলেন গরীবের অমিতাভ: অভিজিৎ ভট্টাচার্য

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। হিন্দি ও ভারতীয় বাংলা সিনেমাতে বেশি অভিনয় করেছেন। এই অভিনেতা গরীবের অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি করেছেন জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

‘তওবা তুমরাহে ইয়ে ইশারে’, ‘ধাড়কান’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী অভিজিৎ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু তারকাদের জন্য গেয়েছি, অভিনেতাদের জন্য নয়। আমি যত ভালোই গাই না কেন, পর্দায় তারকা না হলে সেটির কোনো মূল্যায়ন হয়নি। একদিকে শাহরুখ ও অন্যদিকে সুনীল শেঠি ছিলেন। এখন শাহরুখ তারকা। তার মধ্যে অভিজাত একটি ব্যাপার ছিল, অন্যদিকে সুনীল খুব রাফ অ্যান্ড টাফ ছিলেন। যখনই সুনীলের জন্য কোনো গান তৈরি হতো, সেখানে একটু আক্রমণাত্মক ভাব থাকতো। আমি শাহরুখ ও সুনীল দু’জনের জন্যই গেয়েছি। তারা দু’জন পর্দায় আমার যে গানগুলোতে ছিলেন সবগুলোই হিট।’

অক্ষয় কুমারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার গান অক্ষয় কুমারকে তারকা বানিয়েছে। তিনি যখন সিনেমা শুরু করেন তখন তারকা ছিলেন না। অক্ষয় আগে গরীবের মিঠুন চক্রবর্তী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, মিঠুন ছিলেন গরীবের অমিতাভ। সংগীত এতটাই শক্তিশালী যে একজন অভিনেতাকে তারকা বানিয়ে দিতে পারে, এটি দেব আনন্দ, রাজ কাপুর, রাজেশ খান্না যে-ই হোক না কেন। খিলাড়ি সিনেমার পর অক্ষয় তারকা হন (এই সিনেমার জনপ্রিয় গানে কণ্ঠ দেন অভিজিৎ)। তারপর তার সব সিনেমার নামের সঙ্গে খিলাড়ি লেখা হতো। আমার কণ্ঠ তাদের সকলের সঙ্গেই মানাতো। এই অভিনেতারা আগে তারকা ছিল না। আমার গান তাদের তারকা বানিয়েছে।’